যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিক্সার চালক নিহত

top Banner

চলমান রিপোর্ট

মিরসরাইয়ে যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের ধাক্কায় অটোরিক্সার চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মে) বিকাল ৪ টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের সড়কের প্রবেশ মুখে এই দূর্ঘটনা ঘটে।

নিহতের নাম আখেরের জামান (৪২)। সে খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পোলমোগরা গ্রামের মৃত সামসুল হকের পুত্র।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, বৃহস্পতিবার বিকালে বড়তাকিয়া বাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের সড়কের প্রবেশ মুখে চট্টগ্রামমুখী যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের বাসের সাথে ধাক্কা লাগে উল্টো দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিক্সা। এসময় রিক্সা থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন চালক আখেরের জামান। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ব্যাটারি চালিত অটোরিক্সা এবং বাসটি আটক করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আরো খবর