
মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় হ্যাভেন বেকার্সের শো রুম উদ্বোধন উপলক্ষে কুপন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার রাতে বারইয়ারহাট রেলগেট হ্যাভেন বেকার্সের শো রুমে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র পরিচালনা করেন মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাই ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন। এসময় ২০০ জন ক্রেতার মধ্যে ড্র এর মাধ্যমে কুপন বিজয়ী ১০ জনের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন হ্যাভেন বেকার্সের পরিচালক মোকছুদুল আলম, পরিচালক আবুল কালাম আজাদ, নিউ মদিনা ব্রেড এন্ড বিস্কুট এর ব্যবস্থাপনা পরিচালক দাউদ খাঁন, হাসান সুজের সত্বাধিকারী শাহাদাত হোসেন সাদেক, বারইয়ারহাট পৌরবাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সদস্য আব্দুল মতিন, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন প্রমুখ।
হ্যাভেন বেকার্সের পরিচালক মোকছুদুল আলম জানান, গত ৩০ জানুয়ারি বারইয়ারহাট পৌরসভার রেলগেইটের পূর্ব পাশে হ্যাভেন বেকার্সের শোরুম উদ্বোধন করা হয়। শো রুমের উদ্বোধন উপলক্ষে ২০০ জন ক্রেতাকে কুপন দেওয়া হয়। সোমবার হ্যাভেন বেকার্সের শো রুমে সেই কুপনের ড্র অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরন করা হয়। ২০০ জন ক্রেতার মধ্যে ড্রয়ের মাধ্যমে ১০ জন ক্রেতাকে পুরস্কৃৃত করা হয়।