চট্টগ্রামে এম ভি টিটু-১৪’ লাইটার ডুবি : মিরসরাইয়ের দুই নাবিক নিখোঁজ

top Banner

::নিজস্ব প্রতিনিধি::
মাদার ভেসেল থেকে সিমেন্ট ক্লিংকার বোঝাই করে এসে বহির্নোঙরে অবস্থান করা ‘এম ভি টিটু-১৪’ নামের একটি জাহাজ ডুবে যায়। এতে জাহাজে থাকা ফরিদুল ইসলাম (৪০) এবং লাভলু ভূঁইয়া (৩৮) নামের মিরসরাইয়ের দুই নাবিকের এখনও খোঁজ পাইনি তাদের পরিবার।

তারা হলেন- মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের বাঁশখালী এলাকার মৃত লুৎফুর রহমানের পুত্র ফরিদুল ইসলাম (৪০) এবং একই উপজেলার ইছাখালী ইউনিয়নের ভূঁইয়া গ্রাম এলাকার লাভলু ভূঁইয়া (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে নিখোঁজ ফরিদের ছোটভাই তানভীর রনি জানান, ডুবে যাওয়া জাহাজটিতে আমার ভাই ফরিদ এবং ফুফাতো ভাই লাভলু ছিলো। জাহাজটির সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলেছি কিন্তু এখনও তাদের কোন খোঁজ পাইনি।

উল্লেখ্য, শনিবার (১৯ মার্চ) ভোরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকার বোঝাই ‘এম ভি টিটু-১৪’ নামে একটি লাইটার জাহাজ ডুবে যায়। জাহাজটিতে ১৩ জন নাবিক ছিল। এরমধ্যে ছয় জনকে উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত সাত জন নিখোঁজ আছেন। চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

আরো খবর