রামগড়ে ৪৩বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

top Banner

খাগড়াছড়ি ব্যুরোঃ রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের ব্যবস্থাপনায় এলাকার অসহায় ও দরিদ্র রোগীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৯জুন) সকাল সাড়ে ১১টায় রামগড় বিজিবি কোম্পানী সদরস্থ বিশেষ ক্যাম্পে এ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান পিএসসি,পদাতিক-ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।

এ সময় ৪৩ বিজিবি’র
উপ-অধিনায়ক মেজর মনিরুজ্জামান সহ বিজিবি’র পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন ৪৩ বিজিবি’র নিজস্ব ডাক্তার ক্যাপ্টেন জাদিদ আহাম্মেদ সহ তার সহযোগীরা।

উদ্বোধনী শেষে বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, সীমান্তরক্ষার পাশাপাশি এলাকায় চোরাচালান রোধ ও কল্যাণকর কাজে জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে এই সেবা দেয়া সহ এ ক্যাম্পইন অব্যাহত রয়েছে। এদিকে নিজ এলাকায় বিনামূল্যে সেবা পেয়ে রোগীরাও বেশ খুশি।

আরো খবর