জমকালো আয়োজনে মিরসরাই উপজেলা এসএসসি ২০০০ ব্যাচের পুনর্মিলনী

top Banner

হৈ হল্লুড, গল্পগুজব, নাচ-গান, আড্ডা কবিতা কতইনা আনন্দ। দীর্ঘদিন পর সহপাঠী ও সতীর্থদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছিলেন এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের সোনালি দিন নিয়ে আলোচনায় কাটে তাঁদের দীর্ঘ সময়। স্বল্প সময়ের জন্য হলেও তাঁরা যেন ফিরে পেয়েছিলেন পুরোনো দিনগুলোর স্মৃতিময় মুহূর্তগুলো। উৎসবের আমেজে পরিনত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া।

শুক্রবার (১২ আগস্ট) দিনব্যাপী মিরসরাই উপজেলার ২০০০ সালের এসএসসি প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্ধু সাইফের চিকিৎসা সহায়তা ফান্ড হস্তান্তর, এতিম-দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ, লেকে নৌকা ভ্রমণ ও ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

দেখা গেছে, তারুণ্যের উচ্ছাসে মাতোয়ারা ছিল পর্যটন কেন্দ্র মহামায়া। লেকের স্বচ্ছ পানিতে প্রশান্তির নৈৗকা ভ্রমন, লেক আর পাহাড়ের কোল ঘেঁসে কলকল শব্দের ঝরনায় গায়ে শিতল পরশ, গল্প আড্ডায় ফিরে যাওয়া সেই স্কুল জীবনে। কতো স্মৃতি, কতো আনন্দ, কতো গল্প আর কথার চলে ফিরে গেলো ৫শ যুবকের দল আবার সেই স্কুল জীবনে।

পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বেলা বাড়ার সাথে সাথে উপজেলার বিভিন্ন স্কুলের এসএসসি ২০০০ ব্যাচের প্রাক্তণ ছাত্ররা মিলিত হতে থাকে মহামায়ায়। সময়ের সাথে সাথে একজন দু জন করতে করতে সামান্য সময়ের ব্যবধানে ৫শ যুবকের জমায়েত হয়ে যায়। মিরসরাই উপজেলার এসএসসি বন্ধুদের সাথে ঢাকা, চট্টগ্রাম, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার কিছু বন্ধু যোগ দেওয়ায় অনুষ্ঠানে আনন্দের সীমা আরো বেড়ে গেছে।

এসএসসি ২০০০ ব্যাচের মো. নুরুল করিম, শহিদুল ইসলাম রুবেল, নুর উদ্দিন সবুজ বলেন, আজ সবাই একসাথে মিলিত হতে পেরে খুবই আনন্দ লাগছে। যা ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছে সেই ২০-২২ বছর আগে স্কুল জীবনে ফিরে গেলাম। আয়োজক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি, এমন চমৎকার আয়োজন করার পাশাপাশি মানবিক কর্মকান্ড করার জন্য। ভবিষ্যতেও যেন এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকে এমনটাই প্রত্যাশা করছি।

মিলন মেলা অনুষ্ঠানের আয়োজকরা বলেন, আমাদের পরিচয় আমরা সবাই বন্ধু। এখানে কে সাদা, কে কালো, কে ধনি, কে গরিব, কে কোন দলের সেটা দেখা হবে না। এখানে আমাদের একটাই পরিচয় আমরা সবাই একে অপরের বন্ধু, জয় হোক বন্ধুত্বের।

আয়োজক কমিটির একজন মাকসুদ আলম শাহিন বলেন, ২০০০ ব্যাচের বন্ধু সাইফ এর চিকিৎসা সহায়তা ফান্ড হস্তান্তর, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, লেক এ নৌকা ভ্রমণ, ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবান সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আরো খবর