কামরুল হাসান জনি’র কবিতা

top Banner

মরুর বুকে কৃষ্ণচূড়া
কামরুল হাসান জনি

এই শহরের কৃষ্ণচূড়া আমাকে মুগ্ধ করে
নিয়ে যায় অতীত, শৈশব-কৈশোরে,
লাল, হলুদ আর কমলা,
তিন রঙের রঙিন ফুল আর উজ্জ্বলতা
সতেজতা বাড়ায় মনের, আত্মার।

কি অদ্ভুত!
ছোট বেলার স্কুলের বারান্দার স্মৃতি
কত সহজে মনে পড়ে,
কত সহজে চোখে ভেসে আসে
সবুজ ঘাসের আলিঙ্গন করা কৃষ্ণচূড়া।

এই শহর ব্যস্ততার শহর
যে যার মত ব্যস্ত,
হয়ত কৃষ্ণচূড়াকেও মন ভরে দেখে না কেউ,
হিসাব করা সময়,
ঘড়ির কাটায় আটকে থাকা চোখ।

অথচ এই শহরের কৃষ্ণচূড়া আমাকে মুগ্ধ করে
চোখজুড়ে তৃপ্তি নামে,
এমন খরতাপেও হৃদয় শীতল করে
এই শহরকে তখন খুব ‘ধন্যবাদ’ দিতে ইচ্ছে হয়,
ধন্যবাদ দিতে চাই- যারা শ্রমে-ঘামে কৃষ্ণচূড়া ফোটান।

আরো খবর