মিরসরাইয়ে বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার বিজয় উৎসব ও সমাবেশ

top Banner

মিরসরাইয়ে বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার বিজয় উৎসব ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইছাখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন (চেয়ারম্যান)। শনিবার ( ১০ আগস্ট) ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো, আলমগীর, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য দাউদুল ইসলাম মিশন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও কাটাছড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আলম মেম্বার, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, থানা যুবদল নেতা মোজাম্মেল হোসেন চৌধুরী রানা, সংযুক্ত আরব আমিরাত বিএনপি নেতা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দীন সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন গাজী, যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা বাবলু, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, সদস্য আব্দুল হান্নান মেম্বার, মোশাররফ হোসেন, আবুল বশর, শওকত হোসেন চৌধুরী রাসেল, সাবেক যুগ্ম সম্পাদক সুলতান আহমদ খন্দকার সোহেল, বিএনপি নেতা জিয়াউর রহমান, মাঈন উদ্দিন, ডাক্তার কামাল উদ্দিন, মফিজুল ইসলাম সওদাগর, ওমর ফারুক, আলমগীর হোসেন, সাজাদ হোসেন, সাইদুল হক সোহেল, মোহাম্মদ হানিফ, হারুন অর রশিদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নাজমুল হক, যুবদলের আহ্বায়ক এরাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রোম্মান ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম, উপজেলা জাসাসের আপ্যায়ন বিষয়ক সম্পাদক টিপু সুলতান রনি, সহ বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

আরো খবর