মিরসরাইয়ে পুলিশের নিরাপত্তায় সর্বাত্মক  সহযোগিতা করবে বিএনপি নেতারা

top Banner

মিরসরাই থানা পুলিশের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় সকল ধরনের  সার্বিক সহযোগিতা করবে মিরসরাই উপজেলা বিএনপি। শনিবার (১০ আগস্ট) দুপুর ১২ টায় মিরসরাই থানা পুলিশের অফিসার ইনচার্জ  (ওসি) শহিদুল ইসলামের সাথে মত বিনিময় সভায় এ আশ্বাস দেন বিএনপির শীর্ষ নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, উত্তর জেলা বিএনপির সদস্য আউয়াল চোধুরী, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক আজিজুর রহমান চৌধুরী, মিরসরাই  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ,চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরওয়ার উদ্দিন সেলিম, মিরসরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল হাসান লিটন, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইন। উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জনি, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তরিকুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা বলেন, জনগণের জান মাল রক্ষায় ও  মিরসরাই থানা পুলিশের নিরাপত্তায়  সবসময় পাশে থাকবে বিএনপি ও এর  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কোন ধরনের ভয়ে ও আতঙ্ক ছাড় জনজীবন অতিবাহিত করতে পারে এই লক্ষ্যে পুলিশকে সকল ধরনের সহযোগিতা করবে বিএনপি

 

দলের নেতৃবৃন্দদেরকে বিএনপি নেতারা সচেতন করে বলেন, কোন ধরনের অরাজকতা ভাঙচুর  বিএনপি সমর্থন করে না। সবাইকে শান্ত থেকে দল দলকে সুসংগঠিত করতে নেতা কর্মীদের মননিবেশ করতে আহ্বান জানান নেতারা। কেউ কোন ধরণের অপকর্মে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে ও সচেতন করেন তারা। দেশের এই ক্লান্তি লগ্নে বিএনপি কর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান দলটির শীর্ষ নেতারা।

আরো খবর