
চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজামপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক সদস্য ফরম বিতরণ করেন ছাত্রদলের নেতৃবৃন্দরা।
নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শরিফ মাহমুদ রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার ভুঁইয়া জুয়েল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন জিহান, সহ সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন ও সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসেন মোহাম্মদ মাসুম, যুগ্ম আহবায়ক মো. পারভেজ সহ কলেজ ও উপজেলা পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।