Link BandarQQ
Situs Idpro
Pkv QQ Online
Situs QQ Online
Situs Judi Bola
Link Pkv Games
Situs Pkv QQ
Link BandarQQ Online
Situs BandarQQ Online
Login Pkv Games
Login Pkv QQ
Link BotakQQ
Agen Pkv Games
BandarQQ
Poker Online Terpercaya
Pkv Games
Pkv Games
Pkv Games
Download Apk Pkv
Hasil Bola
Hasil Togel
Film Lk21
Mlbbtv
Nonton Film Semi
BandarQQ Pkv
Link Judi Bola
Link BBM88
Login BBM88
Link Judi Online
Link Judi Online
Link Judi Sbobet
Agen Judi Bola
BandarQQ Online
মিরসরাইয়ে আওয়ামীলীগ নেত্রীর বিরুদ্ধে সংবাদসম্মেলন - চলমান মিরসরাই

মিরসরাইয়ে আওয়ামীলীগ নেত্রীর বিরুদ্ধে সংবাদসম্মেলন

top Banner

চট্টগ্রামরে মিরসরাইয়ে ছকিনা বেগম নামের এক মহিলা আওয়ামীলীগ নেত্রীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ এনে সংবাদসম্মেলন হয়েছে। সোমবার (১০ ফেব্রæয়ারি) বিকালে উপজেলার সদরের একটি রেস্টুরেন্টে ওই নেত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ এনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য সেলিনা আক্তার।

লিখিত অভিযোগে সেলিনা আক্তার জানান, আমার দাদা মরহুম আব্দুল আজিজ মিয়া থেকে ১৯৮৬ সালে আমার ভাই আবু রাশেদকে দানপত্রের মাধ্যমে ১৩ শতক সম্পত্তি দান করেন। যেখানে ১৯৮৭ সাল থেকে শরিফ হোটেল পরিচালনা করা হয়। এছাড়া হোটেলের পেছনে আমারা ৫ ভাই বোনের ১৮ শতক ওয়ারিশি সম্পত্তি রয়েছে। ২০২০ সালে রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা শরিফ হোটেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। পরবর্তীতে পুড়ে যাওয়া হোটেলের পুনর্নিমাণ করতে গেলে আমার ফুফাত ভাই মাহফুজ আলম, আলমগীর, ফারুক, জসিম ও মাহফুজের ছেলে রেদোয়ান একটি জাল দলিল উপস্থাপন করে নির্মাণ কাজে বাধা দেন। পরবর্তীতে উক্ত জাল দলিলের বিরুদ্ধে চট্টগ্রাম যুগ্ম জেলা জজ ২য় আদালতে আমরা একটি মামলা দায়ের করি। যা এখনো বিচারাধীন রয়েছে। আদালত উভয়পক্ষকে উক্ত সম্পত্তিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। আওয়ামী লীগ নেত্রী ছকিনা বেগম ও তার স্বামী নজরুল ইসলাম হিজড়া সহ সন্ত্রাসী এনে ২০২০ সালে উক্ত জায়গা তার দাবী করে সেখানে প্রবেশের চেষ্টা করে। আমারা বাধা দিলে আমাদের উপরও হামলা করে। এঘটনায় তখনা আমরা মিরসরাই থানায় মামলা করি। ছকিনা বেগম মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছে। এরআগে তিনি আওয়ামী লীগ থেকে কাউন্সিলর পদে নির্বাচনও করেন। গত বছরের ১২ আগস্ট ছকিনা বেগম ও তার স্বামী নজরুল ইসলাম পুনরায় ঝামেলা করলে আমরা সেনাবাহিনীর মিরসরাই ক্যাম্পে অভিযোগ করি। সেনাবাহিনী আমাদের উভয়পক্ষকে ডাকেন। ওই সময় ছকিনা বেগম ও তার স্বামী নজরুল ইসলাম আদালতের রায় না আসা পর্যন্ত বিরোধপূর্ণ জায়গায় প্রবেশ করবে না মর্মে মুছলেকা দেয়। সর্বশেষ গত ৭ ফেব্রæয়ারি শুক্রবার জুমার সময় ছকিনা বেগম ও তার মেয়ে আখি, স্বামী নজরুল ইসলাম উক্ত জায়গায় পুনরায় প্রবেশের চেষ্টা করলে আমরা বাধা দিই। পরবর্তীতে ছকিনা বেগম আমাদের উপর হামলা করে। আমরা এ ঘটনায় মিরসরাই থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছি।

অভিযোগের বিষয়ে ছকিনা বেগম জানান, ‘জায়গা দখলের অভিযোগ সত্য নয়। উক্ত জায়গা আমি কিনেছি। গত ৭ ফেব্রæয়ারি সেলিনা আক্তার সহ তার ভাই ও বোনেরা মিলে আমাকে মারধর করে বিদ্যুতের পিলারে বেঁধে রাখে। এঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ‘গত শুক্রবার সম্পত্তি সংক্রান্ত মহিলাদের দু’টি পক্ষের বিবাদকে কেন্দ্র করে করে থানায় দুটি পাল্টাপাল্টি অভিযোগ এসেছে। আমরা অভিযোগ দু’টি আমলে নিয়ে জিডি আকারে গ্রহন করেছি। বর্তমানে তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

 

 

আরো খবর