
: মিরসরাইয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের’ প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ বাদশা মিয়া সওদাগরের ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় মাঠে এ স্মরণসভা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌষ্ট বিহারীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক নাজমুল আবেদীনের ও সহকারী শিক্ষক নইমুল ইসলামের যৌথ সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সীতাকুন্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজির আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিওরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবদুল রহীম চৌধুরী, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক প্রাক্তন ছাত্র আবু তাহের ভূঁইয়া, কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রাক্তন ছাত্র একেএম নুরুল আবছার, স্যোসাল ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইচ প্রেসিডেন্ট, প্রাক্তন ছাত্র আলহাজ কামাল উদ্দিন ফেরদৌসী, বিদ্যালয় প্রতিষ্ঠাতার নাতি, প্রাক্তক ছাত্র সাহাব উদ্দিন, লায়ন আলহাজ ছালাহ উদ্দিন।
এসময় প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষথেকে অর্ধ শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্থানীয় ৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। স্মরণ সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. মোশাররফ আলী।
বক্তারা বলেন, ‘কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ বাদশা মিয়া সওদাগর কমর আলী স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে এই এলাকায় শিক্ষার আলো জ¦ালিয়েছেন। তিনি যদি এই স্কুল প্রতিষ্ঠিত না করতেন তা হলে এলাকার মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত হতো। স্কুলের জন্য তার অনেক অবদান ও ত্যাগ রয়েছে। তাই এ আলোকিত মানুষটিকে তার যথাযথ সম্মান প্রদারেন জোর দাবি জানিয়েছেন বক্তারা।