নিজস্ব প্রতিনিধি :
মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারে ওয়ান ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন হয়েছে। বুধবার ( ২৯ জুন) দুপুরে ফিতা কেটে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান। ওয়ান ব্যাংক বঙ্গবন্ধু শিল্পনগর শাখার ম্যানেজার সুজন কুমার চন্দ্রের সভাপতিত্বে ও বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আলা উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম সরোয়ার উদ্দিন। প্রধান আলোচক ছিলেন ব্যাংকের এজেন্টে ব্যাংকিং সাউথ জোনের জোনাল হেড
মোহাম্মদ আবু সুফিয়ান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়তাকিয়া এজেন্ট ব্যাংকের পরিচালক হাবিব উল্লাহ ভূঁইয়া, মোহাম্মদ রবিউল হোসেন, মোহাম্মদ মহসিন প্রমুখ। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, পেশাজীবি সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শেখ আতাউর রহমান তাঁর বক্তব্যে বলেন, অর্থনৈতিকভাবে দেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ইছাখালী চরে গড়ে উঠা বঙ্গবন্ধু শিল্পনগর তার অন্যতম উদাহরণ। এখানে থাকবে দেশী-বিদেশী অনেক শিল্পপ্রতিষ্ঠান। কর্মসংস্থান হবে প্রায় ১৫ লাখ মানুষের। এজেন্ট ব্যাংকিং গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। তারই ধারাবাহিকতায় বড়তাকিয়া বাজারে এই এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। আমি আশা করবো এই শাখা গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করবে।