
চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়ন পরিষদে কমিউনিটি অবহিত করণ সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃ্হস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদটির মিলনায়তন কক্ষে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন ৩য় প্রকল্প এর সমন্বয়কারী জেছমিন আক্তারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা জহিরুল ইসলাম।, সাংবাদিক বিপুল দাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।