মিরসরাইয়ের ওয়াহেদপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা

top Banner

মিরসরাইয়ের ওয়াহেদপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা মিরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর যুবদলের উদ্যোগে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়তে যুবসমাজের ভূমিকা ও করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ছোট কমলদহ আল আমিন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান। ইউনিয়ন যুবদলের আহবায়ক রহিম উদ্দিনের সভাপতিত্বে ও যুবদল নেতা খায়ের উদ্দিন মাসুকের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক তোবারক হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এসএম হারুন,মিরসরাই উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাওন,যুগ্ম আহব্বায়ক জাকারিয়া মেম্বার, যুগ্ম আহব্বায়ক ইলিয়াছ উদ্দিন মাসুদ, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নুরুল্লাহ মেম্বার,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ বাবু,আমজাদ হোসেন,আরিফ,যুবদলের সদস্য আলী মুর্তজা, ইউনিয়ন ছাত্রদলের সিঃ সভাপতি শরিফ মাহমুদ রিয়াজ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আরো খবর