বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী “মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ সহ্য করা হবে ন
মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী বলেছেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ সহ্য করা হবে না। আমাদের নেতা তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশ মেনে দলের সকল সিনিয়র নেতাকর্মীদের সম্মান করতে হবে। তিনি শুক্রবার বিকালে শান্তিরহাট বাজারে বারইয়ারহাট পৌর বিএনপি ৮,৯ ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসনের সভাপতিত্বে ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালা উদ্দিন বাবুর সঞ্চালনায় এতে অন্যানের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জয়নাল আবেদীন আলমগীর, সহ- সাধারণ সম্পাদক দিদারুল আলম, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, সেলিম উদ্দিন হাজারী, বারইয়ারহাট পৌর বিএনপির সদস্য শায়েস্তা খান, সাইফুল ইসলাম, বারইয়ারহাট পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর আলম লিটন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, বারইয়ারহাট পৌর যুবদলের আহবায়ক নুরুল আবছার মিয়াজি, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক রানা, সদস্য সচিব ফয়েজ আহম্মদ, বারইয়ারহাট পৌর বিএনপির সদস্য সাইফুল ইসলাম, হিঙ্গুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কবির আহম্মদ সওদাগর, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মোমিন উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য জামশেদ আলম, মোঃ পারভেজ, হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনূল ইসলাম, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক শরীফুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুমন, হিঙ্গুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিনহাজ উদ্দিন সোহেল, যুবদল নেতা ইকবাল হোসেন, মোঃ রাসেল, শিফন, বাবলু, বিএনপি নেতা মোঃ শাহীন, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম সুমন, মোঃ ফারুক, সাজ্জাদুল হক সোহাগ, মিয়া সওদাগর, রবিউল হোসেন ভুট্টু, সাইফুল, সোহাগ প্রমুখ। তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ বিএনপিকে পরাজিত করার শক্তি কারো নেই। আমরা ঐক্যবদ্ধ থেকে অতীতের ন্যায় দেশ নায়ক তারেক রহমানের হাতকে আরো বেশি শক্তিশালী করবো।