আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (চট্টগ্রাম-১ মিরসরাই) আসনে থেকে সাম্যবাদী দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া। রবিবার (১৯ নভেম্বর) ঢাকায় সাম্যবাদী দলের কার্যালয় থেকে দিলীপ বড়ুয়া মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বিষয়টি নিশ্চিত করে সাম্যবাদী দল মিরসরাই উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক রণজিৎ বড়ুয়া জানান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া রবিবার দলের মনোনয়ন নিয়েছেন। একই সময় আমরা মিরসরাই উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।
দিলীপ বড়ুয়া ১৯৬৪ সালে দশম শ্রেণীর ছাত্র থাকাকালীন সময়ে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের যোগ দেন। ১৯৭০ সাল পর্যন্ত তিনি ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। ১৯৬৯ সালে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং ১৯৭২ সালে ঢাকা মহানগর কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৭৭ থেকে ১৯৭৯ পর্যন্ত যুব ফেডারেশনের সভাপতি ছিলেন। এরপর তিনি সাম্যবাদী দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে মহাজোটের ব্যানারে নির্বাচন করতে চাইলেও নির্বাচন করেননি। নির্বাচনে পরে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হলে তিনি টেকনোক্রাট মন্ত্রী হিসেবে বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান
দলীয় মনোনয়ন ফরম নেওয়ার পর দিলীপ বড়ুয়া বলেন, ‘রাজনীতিই আমার পেশা। এর বাইরে আমি কিছু করিনি। জীবনের এ পর্যায়ে এসে আমার নিজের এলাকা থেকে নির্বাচন করব এটা আমার রাজনীতির প্রাপ্তি মনে করছি। আমি আশা করব, আমাদের জোট থেকে অপরাপর যেসব বন্ধুর মনোনয়ন চাইছেন তারা সিনিয়র হিসেবে আমাকে সমর্থন করবেন।’