রমজান উপলক্ষে ৬৮০ পণ্যের দাম কমালো কাতার

top Banner

আন্তর্জাতিক ডেস্ক

আর কয়েকদিন পর শুরু হবে পবিত্র মাহে রমজান মাস। এ উপলক্ষে ৬৮০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার। সোমবার (৫ এপ্রিল) কাতারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

রমজান মাসে সাধারণত খরচ বৃদ্ধি পায়, কিন্তু ওই মাসে ক্রেতারা যাতে কম মূল্যে খাদ্যদ্রব্য কিনতে পারেন সেজন্য দেশটির বড় বড় সুপারমার্কেটের সঙ্গে সমন্বয় করে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে অর্থ ও শিল্প মন্ত্রণালয়। ফলে এখন থেকে আগামী ৩০ রমজান পর্যন্ত এই দাম কার্যকর থাকবে কাতারের সর্বত্র। এসব পণ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, দুধ, চিনি, মুরগিসহ বিভিন্ন পণ্য রয়েছে।

এদিকে তালিকাভুক্ত সব পণ্যের দাম কম রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে রমজান মাসজুড়েই নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

আরো খবর