মিরসরাই থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি ও সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে উপজেলার মিরসরাই পৌরসভা এলাকার সেবা আধুনকি হাসপাতালের পিছনে একটি স্থান থেকে ১৪’শ পিচ ইয়াবাসহ মো. সজিব মিয়া (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত সজিব ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাইচাইল ইউনিয়নের মতিন মিয়া ছেলে।
এদিকে একইদিন সিআর পরোয়ানাভুক্ত আরেক আসামী মো. শাহাদাৎ হোসেন তারা প্রকাশ তারাইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহাদাৎ উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মান্দারবাড়ীয়া গ্রামের ফকির আহাম্মদ হাজী বাড়ীর মৃত মোহাম্মদুল হকের ছেলে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, থানা পুলিশের পৃথক অভিযানে এক ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। একইদিন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার পূর্বক তাকে আদালতে পাঠানো হয়েছে ।