তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

top Banner

মিরসরাই এর অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর কার্যকরী কমিটি‌ ঘোষণা করা হয়েছে। আবু সাকিবকে সভাপতি, তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মোট ১৭ সদস্যবিশিষ্ট তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর আগামী ২ বছরের জন্য কার্যকরী কমিটির অনুমোদন দেয় তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহিম উদ্দিন চৌধুরী (তানিম)।

১১ জুলাই (সোমবার) বিকাল ৪ টায় তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর নিজ কক্ষে মাসিক আলোচনা সভা, ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ মাহিম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এছাড়া কমিটি অনুমোদন এর পাশাপাশি নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ ও পুরাতন সদস্যদের মাঝে সংগঠনের আইডি কার্ড বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।

সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি তার বক্তব্যে বলেন, ২০২০ সালে করোনা মহামারীর প্রবল আকার ধারণ করলে সমাজের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কষ্টের কথা চিন্তা করে সবাই মিলে করবো কাজ, গড়বো মোরা মানবতার সমাজ এই স্লোগানকে সামনে রেখে একদল তরুণের হাত ধরে ২০২০ সালের ৬ই নভেম্বর প্রতিষ্ঠিত হয় তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন৷ তারই প্রেক্ষিতে ও সৃষ্টিলগ্ন থেকে সমাজের অসহায় মানুষদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে অত্র সংগঠনটি। তিনি আরও বলেন, সমাজের অসহায় মানুষদের কল্যাণে আজীবন কাজ করে যাবে এই সংগঠন এর সদস্যরা।

আরো খবর