::চলমান রিপোর্ট::
করেরহাট ইউনিয়নের বাসিন্দা ও যুবলীগ নেতা ইসমাইল রাজুর পিতা বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহম্মদ প্রকাশ বাচ্চু মিয়া (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। বুধবার ( ২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে নিজ বাড়ি পশ্চিম জোয়ার গ্রামের আলী ভূঁইয়া বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। একইদিন বাদ জোহর গার্ড অব অনার প্রদান করে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক এস আবুল হোসেন সহ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আরো খবর