জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উদ্যোগে পরিবহন চালকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

top Banner

মিরসরাইয়ে পরিবহন চালকদের নিয়ে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুরে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে মহাসড়কে পরিবহন চালক ও হেলপারদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।
ওইদিন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) সোহেল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ চট্টগ্রামের সার্কেল নাসিম খান।
এইসময় জোরারগঞ্জ হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মোজাম্মেল হক, সার্জেন্ট মামুন মিয়া ও এসআই দেলোয়ার হোসেন সহ থানায় কর্মরত বিভিন্ন পুলিশ সদস্য, মহাসড়কে চলাচলরত পরিবহন চালক ও হেলপাররা উপস্থিত ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের টিম পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ওভারটেকিং, যাত্রী সেবার মান উন্নয়নসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন চালকদের সাথে।
হাইওয়ে পুলিশ চট্টগ্রামের সার্কেল নাসিম খান জানান, দূর্ঘটনা রোধে চালকদের নিয়ে মহাসড়কের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মূলত চালক এবং হেলপারদের সচেতন করতে এই আয়োজন।

আরো খবর