Link BandarQQ
Situs Idpro
Pkv QQ Online
Situs QQ Online
Situs Judi Bola
Link Pkv Games
Situs Pkv QQ
Link BandarQQ Online
Situs BandarQQ Online
Login Pkv Games
Login Pkv QQ
Link BotakQQ
Agen Pkv Games
BandarQQ
Poker Online Terpercaya
Pkv Games
Pkv Games
Pkv Games
Download Apk Pkv
Hasil Bola
Hasil Togel
Film Lk21
Mlbbtv
Nonton Film Semi
BandarQQ Pkv
Link Judi Bola
Link BBM88
Login BBM88
Link Judi Online
Link Judi Online
Link Judi Sbobet
Agen Judi Bola
BandarQQ Online
সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে—ইঞ্জিনিয়ার মোশাররফ - চলমান মিরসরাই

সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে—ইঞ্জিনিয়ার মোশাররফ

top Banner

শেখ হাসিনা সরকার দেশে পর্যায়ক্রমে শুধু উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। আশপাশের সকল দেশের তুলনায় বাংলাদেশ এখন অনেক এগিয়ে। বর্তমান উন্নয়ন ধারা অব্যাহত থাকলে আমরা শীঘ্রই উন্নত দেশের সমান্তরালে পৌছাব। বিশেষ করে অবকাঠামোগত ও শিক্ষান্নোয়নে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে আমাদের নেত্রী দেশকে উন্নয়নের যে মহাসড়কে নিয়ে গেছে কেউ চাইলে যতও ষড়যন্ত্রই করুক এই দেশকে আর পেছনের দিকে নিয়ে যেতে পারবে না। আমরা উন্নয়ন উপহার দিয়েছি, এখনো দিয়ে যাচ্ছি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে উপজেলার দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে মিরসরাইয়ে অনেক লাশ পড়েছে। একটু অতীতের দিকে ফিরে তাকান, এই মিরসরাইয়ে কি পরিমান খুন, লুট, হত্যাকান্ড হয়েছে। পেট্রোল বোমা দিয়ে ওরা মানুষ হত্যা করেছে। তাই আগামী দিনেও তাদের থেকে সতর্ক থাকতে হবে।

মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের সভপতিত্বে উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ দুর্গাপুর নগেন্দ্র চন্দ উচ্চ বিদ্যালয় মাঠে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন উদ্বোধনকালে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। নতুন একাডেমিক ভবনের ফলক উম্মোচন শেষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও অতিথিবৃন্দ দোয়া মোনাজাতে অংশ নেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আকবর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন।
এইসময় আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি ডা: আনোয়ার হোসেন, প্রাক্তন ছাত্র সাংবাদিক মাহবুব পলাশ, প্রাক্তন ছাত্র শাহাবউদ্দিন চৌধুরী, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইদুল হক সুমন, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ আরজু, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।

আরো খবর