July 8, 2020

CHALAMAN

Mirsarai

করোনায় অসুস্থ পৃথিবীটা

মাহমুদ নজরুল

লকডাউনে ঘরের ভেতর অলস সময় কাটছিলো
মনের ভেতর ভয়ের ভাইরাস ছায়ার মতো হাঁটছিলো।
সারাজাতি মরণঘাতী করোনা জ্বরে ভুগছিলো
পৃথিবীটা অলস হয়ে অসাবধানে ধুকছিলো।
ঘরে থাকুন সুস্থ থাকুন সুধীজনরা বলছিলো
দিনমজুর আর পথশিশু ক্ষিধের জ্বালায় জ্বলছিলো।
ত্রাণের মালে বেসামাল লোভের বশে চাটছিলো
চাল ডাল আর পিয়াজ লবন তেলের উপর খাট ছিলো।
ঘাটে মাঠে জমি জমায় যাদের দৈনিক কাজছিলো
তারা এখন ঘরে বসে ক্ষিধে নিয়ে বাঁচছিলো।
হাসপাতালের করিডোরে করোনারা ঘুরছিলো
চিকিৎসকের চলাচলে মনে ব্যাথার সুরছিলো।
সেবকেরা করছে সেবা তবু মনে ডরছিলো
পুলিশ মরে নার্স মরে সেনারাও মরছিলো।
বন্ধদোকান ঘরের সারি যেথায় নিত্য হাঁট ছিলো
সারি সারি লাশের কবর সেথায় খেলার মাঠছিলো
পৃথিবীতে সুস্থ সবল মানুষগুলোর বাসছিলো,
কোথায় এমন মরণঘাতী করোনা ভাই- রাস ছিলো
বহুদিনের পৃথিবীটা অসুস্থতায় কাঁদছিলো
আবার কবে সুস্থ হবে দেখার বড় সাধছিলো।

Double Categories Posts 1

Double Categories Posts 2