May 26, 2020

CHALAMAN

Mirsarai

আরব আমিরাতে কর্মহীন প্রবাসীদের পাশে কবি মুহাম্মদ মুসা

ডেস্ক রিপোর্ট :
করোনা পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে কর্মহীন হয়ে পড়া প্রবাসীদের পাশে দাড়িয়ছেন জাতীয় কবিতা মঞ্চ,সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি মুহাম্মদ মুসা।

করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা কর্মহীন প্রবাসীদের খুঁজে বের করে গত ১৯ এপ্রিল থেকে ভালোবাসার উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। নিজ উদ্যােগে নিত্য প্রযোজনীয় চাল, ডাল, আলু, তৈল, সাবান, লবন, ডিম, চনা, বাদাম, পেঁয়াজ, চিনি, চা-পাতা, মুড়ি, মুশরী ডাল সহ বিভিন্ন খাদ্য দ্রব্য পৌছে দেওয়া হচ্ছে।

মুহাম্মদ মুসা বলেন, কিছু শ্রমিক খুব অসুবিধায় আছেন শুনে দ্রুত ছুটে গেলাম। এই দুর্যোগ মুহূর্তে ব্যক্তিগত উদ্যোগে কিছু উপহার সামগ্রী ও শুভেচ্ছা স্বরূপ নগদ আর্থিক তাদেরকে প্রদান করলাম। অনেক প্রবাসী শ্রমিক আজ খুব অসহায়। যার যার অবস্থান থেকে একে অপরকে একটু সহযোগিতা করুন।

  • সিএম

Double Categories Posts 1

Double Categories Posts 2প্রধান সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনজুরুল হক, সম্পাদক : এম এস হোসাইন।
সম্পাদকীয় কার্যালয় : সোনালী ব্যাংক ভবন (২য় তলা), কোর্ট রোড, মিরসরাই, চট্টগ্রাম।
মোবাইল: ০১৯১৯৫৪০৬৫৫, ০১৮১৫৫০০৭০৫, ০১৮১২৭৫৯৬৬০, ০১৮২৯৬২৩৪৩১; ই মেইল: chalamannews@gmail.com


This website is under constructions by: MACRO, Email: macrotelctg@gmail.com