
মিরসরাইয়ে ১৫ ই আগস্টকে কেন্দ্র করে জুলাই- আগস্ট হত্যাকান্ডের হত্যার আসামিরা ফিরে আসার ষড়যন্ত্র ও পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২টায় মিরসরাই পৌরসদরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় ছাত্র হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের দ্রুত আইনের আওতায়নার দাবি জানান তারা।
এদিকে সকাল ১১ টা একই দাবি নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আমিন নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও করেছে মিরসরাই উপজেলা বিএনপি ।
বেলা সাড়ে ১১ টায় মিরসরাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশনায় ও মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও পথ সভা করেছে দলটির একাংশ।
দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদদের সভাপতি জাহিদুল আফসার জুয়েল ও
মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইন নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে মিরসরাই উপজেলা ছাত্রদল।