হিতকরীর উদ্যোগে স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’এর ঝোঁপঝাড় পরিষ্কার

top Banner

বহুদিনের ঝোঁপঝাড় ও লতাগুল্মে জঙ্গল হয়ে থাকা ‘অন্তিম’ পরিষ্কার করেন মিরসরাইয়ের অন্যতম সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন হিতকরী’র সদস্যরা। প্রায় এক বছর আগে পরিষ্কার করা হলেও চলছি বর্ষা মৌসুমে তা আবারও ঝোঁপঝাড় ও লতাগুল্মে ঘিরে যায়। রোববার (১২ জুন) বিকেলে হিতকরীর সদস্যরা অন্তিমের আশপাশের ঝোঁপঝাড় ও লতাগুল্মগুলো পরিষ্কার করেন।

হিতকরীর সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ বলেন, দীর্ঘদিন ঝোঁপঝাড় ও ময়লা আবর্জনার স্তুপ হয়ে থাকা ৪৩ শিক্ষার্থীর স্মৃতিবিজড়িত এই অন্তিম আজ আমরা পরিষ্কার অভিযানে নামি। হিতকরীর ৪ জন সদস্য প্রায় সাড়ে ৩ঘন্টায় এই ঝোঁপঝাড় পরিষ্কার করে। গতবছর এই দিনেও স্থানীয় এক যুবকের সহযোগিতায় হিতকরীর সদস্যরা অন্তিম পরিষ্কার করে। এছাড়া স্কুল প্রাঙ্গণে স্থাপিত আবেগ’র চারপাশে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতাও গতবার তারা এগিয়ে আসে। আমাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যহত থাকবে ইনশা-আল্লাহ।

উল্লেখ্য, ২০১১ সালের ১১জুলাই সোমবার দুপুরে খেলা দেখে বাড়ি ফেরার পথে ৪৩ শিক্ষার্থী ও একজন অভিবাবক প্রাণ হারায়। দেশ বিদেশে আলোচিত এই দুর্ঘটনায় ছুটে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তৎকালীন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সরকারি বেসরকারি ও বিদেশি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সংস্থা। তাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী নিহতদের স্মরণে দুর্ঘটনাস্থলে অন্তিম ও স্কুল প্রাঙ্গণে আবেগ নির্মিত হয়।

আরো খবর