চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সরকার হাট এন আর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উৎসব-২০২৪ আয়োজনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের কাজীর দেউড়ির একটি ক্লাবে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী পরিষদ এই সভার আয়োজন করে।
পুনর্মিলনী পরিষদের আহবায়ক সাবেক প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী ও ব্যাচ প্রধানরা অনুদান প্রদানের ঘোষণা দেন। এই সময় আগামী বছরের ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া পুনর্মিলনী উৎসব, ম্যাগাজিন, প্রচার প্রচারণা, অনুদান সংগ্রহসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
সভায় অন্যদের মধ্যে পুনর্মিলনী উদযাপন পরিষদের উপদেষ্টা মাহফুজুল হক মনি, উপদেষ্টা সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সেলিম, সহযোগী আহবায়ক জসিম উদ্দিন ভূঁইয়া, প্রচার-তথ্য ও সম্প্রচার উপকমিটির আহবায়ক তাপস কুমার ভৌমিক, সদস্য সচিব সাংবাদিক নেতা আজহার মাহমুদসহ বিভিন্ন উপকমিটির আহবায়ক-সদস্য সচিব, ব্যাচ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।