সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার চিকিৎসার খোঁজ নিলেন বিএনপি নেতৃবৃন্দ

top Banner

। চলমান রিপোর্ট ।
সড়ক দুর্ঘটনায় আহত মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন খানসাবের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন খানসাবের চিকিৎসার খোঁজখবর নেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল কাশেম কালা মেম্বার, সদস্য সিরাজুল ইসলাম, করেরহাট বিএনপি’র আহবায়ক রেজাউল করিম, মিরসরাই বিএনপি নেতা মাহবুবুল আলম মানিক, ফখরুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম কমান্ডার, করেরহাট ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান ও আবদুল খালেক।

প্রসঙ্গত: গত ৩১ ডিসেম্বর ঢাকা থেকে ফেরার পথে মহাসড়কের মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন করেরহাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন খানসাব। এরপর থেকে তিনি চট্টগ্রাম নগরীর মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

আরো খবর