
মিরসরাইয়ে শ্রমিকদের দাবি পূরণে জামে মসজিদ নির্মাণ করে দিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ২ নাম্বর জেটি এলাকায় জুমার নামাজ পড়িয়ে নির্মাণাধীন ওই মসজিদের শুভ উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মায়ানী বিএনপির সদস্য সচিব মূসা মিয়া, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মো. কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান চৌধুরী, খৈইয়াছরা যুবদলের আহবায়ক জহির উদ্দিন সুমন, ইছাখালী যুবদলের সদস্য সচিব মঞ্জুর আলম, চট্টগ্রাম উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হায়দার, উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার।
প্রসঙ্গত, দীর্ঘদিন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শ্রমিকদের নামাজ পড়ার জন্য কোন জামে মসজিদ ছিলোনা। বিএনপি নেতাদের এমন প্রসংশনীয় উদ্যোগে শ্রমিকরা এখন অনেক খুঁশি।