খাগড়াছড়ি ব্যুরোঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকের উদ্যোগে সোমবার (৪ এপ্রিল) রামগড়ের ঐতিহাসিক এসডিও ডাক বাংলোর সংস্কার কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়। দুপুর ১২টায় সংস্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
এসময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত, পৌরসভার মেয়র জনাব রফিকুল আলম কামাল, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ মোস্তাফা হোসেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আকতার, সরকারি- বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ। রামগড় উপজেলা পরিষদের নিজস্ব মালিকানাধীন জায়গায় অবস্থিত ১৯২০ সালে প্রতিষ্ঠিত রামগড় মহকুমা প্রশাসকের এই বাংলোটি বর্তমানে রামগড় উপজেলা পরিষদের মাধ্যমিক শিক্ষা অফিস, যুব উন্নয়ন অফিস ও পল্লী সঞ্চয় ব্যাংক এর দপ্তর হিসেবে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
উল্লেখ্য, ব্রিটিশ শাসনামলে ১৯২০ সালে প্রাচীন মহকুমা শহর রামগড়। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধের শুরুতেই ১নং সেক্টরের আওতায় বিশেষ ভুমিকা রেখেছিল এ রামগড়।