ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুরন্ত জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। সোমবার মোস্তাফিজদের রাজস্থান রয়্যালসকে ৪৫ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ধোনি ব্রিগেড।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮৮ রান করে চেন্নাই। জবাবে ৯ উইকেটে ১৪৩ রান করে রাজস্থান। তিন ম্যাচে চেন্নাইয়ের এটি দ্বিতীয় জয়। তিন ম্যাচে রাজস্থানের দ্বিতীয় হার। ব্যাট হাতে ২৬ ও বল হাতে তিন ওভারে সাত রানে তিন উইকেট নেয়া চেন্নাইর মইন আলী জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজস্থানের হয়ে জস বাটলারই একটু রান করতে পেরেছেন। বাকিরা তেমন জ্বলে উঠতে পারেননি। ৩৫ বলে ৪৯ রানে জাদেজার বলে বোল্ড হন বাটলার। উনাদকাট ২৪, তেওয়াতি ২০, দুবে ১৭, ভোহরা ১৪ রান করেন। শেষের দিকে ব্যাট করতে নেমে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ৪ বল মোকাবেলা করেও রানের খাতা খুলতে পারেননি।
বল হাতে চেন্নাইয়ের হয়ে মঈন আলী তিনটি, স্যাম কুরান ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন। শার্দুল ও জাদেজা নেন একটি করে উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে বড় স্কোর না হলেও চেন্নাইয়ের হয়ে কমে বেশি সবাই রান করেছেন। ১৭ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন ফাফ ডুপ্লেসিস (চারটি চার ও দুটি ছক্কা)। আম্বাতি রাইডু ২৭, মঈন আলী ২৬, ধোনি ১৮ রান করেন। ৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন ডুয়াইন ব্রাভো।
বল হাতে রাজস্থানের হয়ে শুরুটা ভালোই করেন মোস্তাফিজ। প্রথম ওভারে দেন তিন রান। কিন্তু পরের তিন ওভারে ছিলেন খরুচে। ৪ ওভারে ৩৭ রানে ১ উইকেট নেন মোস্তাফিজ। চেতন সাকারিয়া তিনটি, ক্রিস মরিচ দুটি উইকেট লাভ করেন।