
নিজস্ব প্রতিনিধি
মিরসরাই সমিতি সংযক্ত আরব আমিরাতের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আহবায়ক কমিটির উপস্থিতিতে ২০২৫-২০২৬ সালের কার্যক্রমের জন্য আংশিক কমিটি গঠন করা হয়। কমিটিতে মোরশেদ আজমকে সভাপতি ও মোহাম্মদ সোহাগ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির আহবায়ক আলহাজ্ব আবু তাহের ও সদস্য সচিব এম এ তাহের ভূঁইয়া স্বাক্ষরিত কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোসলিম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সামছুল আরিফ ভূঁইয়া, রকিব উদ্দিন চৌধুরী কানন, মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সৌরভ মাজেদ ভূঁইয়া, সহ-প্রচার সম্পাদক নাজিমুল হক ফরহাদ, তারিকুল ইসলাম ইমন, নাঈম রাব্বী।
নির্বাচিত আংশিক কমিটি নেতৃবৃন্দ আগামী দুই মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সব প্রদেশের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন।