চলমান রিপোর্ট
মিরসরাই প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনকল্পে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে ক্লাবের সভাপতি মোঃ নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকদের আত্মকল্যাণে এ ট্রাস্ট কাজ করবে বলে জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিপুল দাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক রাজু কুমার দে, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক আজিজ আজহার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান সময়, সাংস্কৃতিক সম্পাদক বাবলু দে, কার্যনির্বাহী সদস্য আশরাফ উদ্দিন।
সভায় ৫ সদস্যবিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সহ সভাপতি বিপুল দাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক রাজু কুমার দে, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, সাংস্কৃতিক সম্পাদক বাবলু দে। আগামী এক সপ্তাহের মধ্যে গঠনতন্ত্র তৈরী করে কার্যনির্বাহী পরিষদের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
আগামী এক মাসের মধ্যে মিরসরাই প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কমিটি গঠন করা হবে বলে জানান সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু।