মিরসরাই গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

top Banner

মিরসরাইয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে মো. আমির ইমরান বিশ্বাস (৪৭) নামে এক যুকক আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে বারইয়ারহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের জামালপুর এলাকায় মাহী ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেক (চমেক) হাসপাতালে প্রেরণ করেছে।

ইমরান বিশ্বাস রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মৃত আব্দুর রশিদ বিশ্বাসের পুত্র। সে পরিবার নিয়ে বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার মাহী ভবনে ভাড়া বাসায় থাকতেন। স্ত্রী এবং ছেলে অসুস্থ থাকায় তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে মাস তিনেক আগে।

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, মো. আমির ইমরান বিশ্বাস মানসিক হতাশগ্রস্থ থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ইমরানের বাসার মালিকের সাথে কথা বলে জানা গেছে, তার স্ত্রী এবং সন্তান অসুস্থ হওয়ার পর থেকে সে মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন। মঙ্গলবার সকালে ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় থেকে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টে দেখা যায় নিহত ইমরানের বুকের উপর সাদা কসটিপের উপর লেখা “আমার মা ফাতেমা ও জুনাই, আমার কলিজা, আল্লাহ দয়া কর ওদের, আমানত তোমার হাতে।”

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, পরিবারে আর্থিক অভাব অনটন ও মানসিক হতাশগ্রস্থ হয়ে মো. আমির ইমরান বিশ্বাস আত্মহত্যা করেছেন। লাশের সরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে ইমরান বিশ্বাসের লাশ। ময়নাতদন্ত শেষে ইমরানের লাশ পরিবারের লোকজনকে বুঝিয়ে দেওয়া হবে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরো খবর