মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

top Banner

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মহিলা পথচারী (৩৪) নিহত হয়েছে। রবিবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইসমাঈল কার্পেট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ইব্রাহিম নিশান বলেন, রবিবার সন্ধ্যায় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা পামছার হয়ে আইলেনের উপর দিয়ে পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে চলে যায়। এসময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা এক মহিলাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পোটোয়ারী বলেন, ঢাকামুখী একটি যাত্রীবাহী (সিডিএম) পরিবহনের একটি বাস চাকা পামছার হয়ে পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে^ চলে আসে। এসময় এক মহিলা পথচারীকে (৩০) ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমরা লাশটি উদ্ধার জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ একেএম শরফুদ্দিন বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম দ্রত ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচলে স্বাভাবিক করে দিয়েছে।

আরো খবর