মিরসরাইয়ে রক্তিম ক্লাব-করেরহাটের
উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

top Banner

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তিম ক্লাব-করেরহাটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দিনব্যাপী ইউনিয়নের দক্ষিণ অলিনগরে অবস্থিত অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ অলিনগর নূরআলী শাহ নূরানী মাদরাসা ও দক্ষিণ অলিনগর শাহপুর ইসলামিয়া মাদরাসায় এ আয়োজন করা হয়ে।

এতে উপস্থিত ছিলেন, রক্তিম ক্লাব-করেরহাটের সভাপতি সাফায়েত হোসেন, সহ-সভাপতি ইকবাল সুমন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আলম সাজিদ, সহ-সম্পাদক জোবায়ের মাহমুদ ফরহাদ, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল কাদের রিয়াজ, সদস্য হেঞ্জু মিয়া, নজরুল ইসলাম, শামছুল আরেফিন, উম্মিদ হাসান, মোহাম্মদ সেলিম ও ইমাম মাহাদী।

রক্তিম ক্লাব-করেরহাটের সভাপতি সাফায়েত হোসেন ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আলম সাজিদ বলেন, দক্ষিণ অলিনগরের সামাজিক সংগঠন বাতিঘরের সদস্য মেজবাউল আলম ও ফারহান শরীফের সার্বিক সহযোগিতায় করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগরের ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় মিলে ৩৫০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

আরো খবর