মোহাম্মদ ইউসুফ
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় ডোজ টিকা প্রদানের প্রথম দিন টিকা নিয়েছেন ৭৮৫ জন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন ১৫ হাজার ৫’শ ৯৯ জন। উপজেলায় টিকা রেজিষ্ট্রেশনকারীর সংখ্যা ১৮ হাজার ৭’শ ৮১জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার পর্যন্ত ২ হাজার ২শ ৪৫ টি ডোজ টিকা মজুদ রয়েছে বলে জানা গেছে। শতকরা হিসেবে প্রথম ডোজ গ্রহনকারীর তুলনায় দ্বিতীয় ডোজ মজুদের পরিমান প্রায় ১৫ ভাগ।
করোনা টিকার প্রথম ডোজ যারা গ্রহন করেছেন তারা নির্ধারিত তারিখে ২য় ডোজ নিতে পারবেন কিনা সংশয়ে রয়েছেন।
সারা দেশের ন্যায় মিরসরাইতেও বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য সরকার লক ডাউন দিলেও তা মানছেনা ব্যবসায়ী ও জনসাধারণ। উপজেলা বিভিন্ন হাটবাজারে দোকানপাট খুলে ব্যবসা করতেছেন ব্যবসায়ীরা। মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি। এদিকে ৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত মিরসরাইয়ে করোনা ভাইরাসের ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন ১৫ হাজার ৫’শ ৯৯ জন। বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৭৮৫ জন। উপজেলায় টিকা রেজিষ্ট্রেশনকারীর সংখ্যা ১৮ হাজার ৭’শ ৮১জন। এর আগে গত ৭ ফেব্রæয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের ২৩ হাজার ৯’শ ডোজ টিকা হস্তান্তর করা হয়। ইতোপূর্বে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস ৫ হাজার ডোজ টিকা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুনরায় নিয়ে গেছেন বলে জানা গেছে। ৭ এপ্রিল পর্যন্ত উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭৬ জন। মারা গেছেন ৫ জন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬টি বেড নিয়ে আইসুলেশান সেন্টার খোলা হয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে ৭-৮ জন বাসায় হোম কোয়ারান্টাইনে চিকিৎসা নিচ্ছেন বাকীরা সুস্থ হয়ে উঠেছেন বলে দাবী করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সরকারী নির্দেশনায় সারাদেশের ন্যায় মিরসরাইতেও দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার ৬০ জন প্রথম ডোজ ও ৭৮৫ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। এখন পর্যন্ত ২হাজার ২শত ৪০টি ডোজ টিকা মজুদ রয়েছে। সেখান থেকেই দ্বিতীয় ডোজের কার্যক্রম চালানো হবে। পাশাপাশি প্রথম ডোজ প্রদানের প্রক্রিয়া চলবে বলে জানান তিনি।