মিরসরাইয়ে ৩৭ বছর ধরে গ্রামবাসীর উদ্যোগে পালিত হচ্ছে বিজয় দিবস

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের সহ¯্রাধিক বাসিন্দা। তাদের মাঝে এ ভ্রাতৃত্ববোধের সেতুবন্ধন দীর্ঘ তিনদশকেরও বেশি সময় ধরে চলে আসছে। প্রতি বছর বিজয় দিবস এলে এ ভ্রাতৃত্ববোধ পরিনত হয় মিলন মেলায়। এ উপলক্ষে গ্রামবাসী মিলে আয়োজন করেন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। ক্রীড়া প্রতিযোগিতা স্থান পায় নানা ধরণের হারিয়ে যাওয়া গ্রামীন খেলা। সোমবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবসে ইছামতি গ্রামটির অস্থায়ী মাঠে সকাল ১০টায় শিশু কিশোর থেকে বৃদ্ধ সবাই সম্মিলিতভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সূচনা করে স্থানীয় গ্রামবাসী। গ্রামের গৃহবধু থেকে ৮০ বছরের বৃদ্ধ সবাই নানান ইভেন্টে অংশ গ্রহণ করে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম, মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন। গ্রামটির বিজয় দিবস উদযাপন কমিটির উপদেষ্টা মাস্টার আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক সাফায়েত মেহেদী ও সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহ এর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংকের আবুতোরাব ব্রাঞ্চ ম্যানেজার সাইফুল ইসলাম শাহীন, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, ব্যাংক কর্মকর্তা নাজিম উদ্দিন, গ্রামের বাসিন্দা হারুনের রশিদ, আবুল হাশেম, ব্যবসায়ী আবু সাঈদ বাহার প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, ১৯৮৭ সালে ওই গ্রামের যুবকরা সংঙ্গবদ্ধ হয়ে¡ ইছামতি যুব কল্যাণ সংগঠন নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। সে থেকে গ্রামবাসীরা মিলে ক্লাবের ব্যানারে এই অনুষ্ঠাটি উদযাপন করে আসছিল।

 

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম বলেন, মানুষ থাকলে সমস্যা থাকবে। বছরের একটি দিন হলেও সামাজিক, রাজনৈতিক, পারিবারিক সকল সমস্যাকে দূর ঠেলে দিয়ে সামাজিক কাজের সময় দিবেন। তাহলে দেখবেন আপনাদের অনেকগুলো সমস্যা সহজে সমাধান হয়ে গেছে। তিনি আরো বলেন, এই যে আজকে যুবকদের ভেতরে একটা উচ্ছ¡াস তৈরি হয়েছে এখানে অনেকের মতের ভিন্নতা আছে, রাজনৈতিক ভিন্নতা আছে কিন্তু খেলার জন্য সবাই এক। এ ধরনের কর্মকাÐ আপনাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়বে একজনের প্রতি আরেকজনের মমতা বোধ বাড়বে। যেকোনো আপদে বিপদে ঐক্যবদ্ধতা আপনাদের পক্ষে দাঁড়াবে। আপনারা সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে পেরেছেন এটাকে আমি স্যালুট জানাই। আমি আশা করি এটিকে আপনারা চলমান রাখবেন।

মিরসরাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম আলম বলেন, আজকে ইছামতি গ্রামবাসীর বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে এসে খুব ভালো লেগেছে। শিশুর থেকে বৃদ্ধ সবাই কোন না কোন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। এ ধরনের আয়োজন সচরাচর দেখা যায় না। এজন্য আয়োজকদের ধন্যবাদ। এ ধরনের কর্মকাÐ শিশুদের অনুপ্রেরণা দেয়। যা দ্বারা বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করার সাহস পায় শিশু কিশোররা।

 

 

আরো খবর