মিরসরাইয়ে স্মার্টফোন ও মাদকাসক্তি দূর করতে ফুটবল টুর্নামেন্ট
‘স্বপ্নের মীরসরাই সামাজ কল্যাণ যুব সংস্থাার মিনিবার ফুটবল টুর্নামেন্টের সম্পন্ন , বিজনী মিঠানালা ড্রার্ক নাইট নাইট ফুটবল দল'
চট্টগ্রামের মিরসরাইয়ে যুব সমাজকে স্মার্টফোন ও মাদকাসক্তি থেকে দূর রাখতে সামাজিক সংগঠন ‘স্বপ্নের মীরসরাই সামাজ কল্যাণ যুব সংস্থাার’ উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলার মিঠানালা ইউনিয়নের নূর পাড়া এলাকায় দিনব্যাপি টুর্নামেন্টির ফাইনাল খেলা রাত ১০ টায় সম্পন্ন হয়।