
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধিগন সাধারণ শিক্ষার্থীরদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার (১৩ নভেম্বর) দিনব্যাপী উপজেলার মিরসরাই ও নিজামপুর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মতবিনিময়ে করেন।
এ সময় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার দিকগুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া জুয়েল। এ সময় মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসাইন সহ উপজেলা ছাত্রদলের কর্মীরা উপস্থিত ছিলেন।