
কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা সাধারণ জনগণকে অবহিতকরণের লক্ষ্যে মিরসরাইয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রæয়ারি) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ কমসূচি পালন করা হয়।
এসময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম কালা মেম্বার, খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুর রহিম বাবলু, মায়ানী ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর হোসেন মিয়া, করেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম, উপজেলা বিএনপির সদস্য বায়োজিদুল আলম, খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মাসুদ রেজাউল করিম, ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মাঈনুল করিম সাজিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি সামছুল হুদা চৌধুরী, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক নুরেরচ্ছাপা ডিপটি, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হারুন, খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. আজম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এফকে জাহিদ, খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির সদস্য সরোয়ার হোসেন জনি, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াছ উদ্দিন, সাহেরখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা কাউসার উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন, সাহেরখালী যুবদলের যুগ্ম আহবায়ক শাহদাত খান, মুক্তিযুদ্ধের প্রজন্ম সাহেরখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ জাহিদ, মাঈনুদ্দিন টিপু ,যুবদল নেতা দিনাস, রহিম শাহ, রুবেল।
উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান অন্তবর্তী সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার করার জন্য যে উদ্যোগ নিয়েছে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফার মধ্যে বলেছেন। এটি এখন সর্বজন স্বীকৃত। ৩১ দফার লিফলেট সবার কাছে পৌঁছে দিতে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছি। ধারাবাহিকভাবে উপজেলাব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।