মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ছাত্রদলের  টিন বিতরণ

top Banner

মিরসরাইয়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪ টি পরিবারের মাঝে টিন বিতরণ করেছে মিরসরাই উপজেলা ছাত্রদল। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভলান্টিয়ার টিমের সার্বিক সহযোগিতায় ও মিরসরাই পৌরসভা ও উপজেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে বন্যা পরবর্তী গৃহ পুর্নবাসনের লক্ষ্যে ২ বান করে  টিন ও নগদ ১ হাজার  টাকা তুলেদেন নেতাকর্মীরা।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন,মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসেন মোহাম্মদ মাসুম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক নুর উদ্দিন রাজু, সাখাওয়াত হোসেন, মোঃ পারভেজ, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানজিম হোসেন সজীবসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী৷ 

ছাত্রদল নেতারা বলেন, বন্যার শুরু থেকেই সংগঠনের নেতাকর্মীরা উপজেলার করেরহাট, হিঙ্গুলী ধুম,ইছাখালী, কাটাছড়া, জোরারগঞ্জ, ইছাখালী, মিরসরাই পৌরসভায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তার পাশাপাশি উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন। এর ধারাবাহিকতায় বন্যা পরবর্তী গৃহ পুর্নবাসনের লক্ষ্যে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল মিরসরাই উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা।

 

আরো খবর