মিরসরাইয়ে দক্ষিণ আমবাড়িয়া ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন আনএমপ্লয়েড ভয়েজ

top Banner

মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া ‍যুব কল্যাণ সংঘের মিনিবার ফুটবল টুর্ণামেন্টর ৭ম আসরের ফাইনাল সম্পন্ন হয়েছে।

শনিবার ( ১৩ এপ্রিল ) রাত ৯ টায় দক্ষিণ আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মিঠাছড়া ক্রীড়া সংঘকে ১-০ গোল হারিয়ে আনএমপ্লয়েড ভয়েজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ওইদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আশরাফুল বারী অপুর সঞ্চালনায় উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ,খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা । ইউনিয়ন আওয়ামী লীগের সহ -সভাপতি নুরুল মোস্তফা,ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল কৌরাইশী,ইউপি সদস্য ইউসুফ হারুন,ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম,ওয়ার্ড আওয়ামী লীগের সহ – সভাপতি এস এম রহিম উদ্দিন, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল হক,উত্তর জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক নেওয়াজ চৌধুরী,মুক্তযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক ফয়জুল হাসারন রিমন। উপজেলা ছাত্রলীগের সদস্য সাইফুর রহমান সম্রাট ,মোহাম্মদ ইউসুফ,মিরসরাই পৌরসভা ছাত্রলীগের আহবায়ক আলাউদ্দিন আলো। খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল হাসান রাবিব,সাধারণ সম্পাদক তানভীর হোসেন।

আরো উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য,এজাজুল হক ফয়সাল,ফয়সাল মেহদী,ফরহাদ হোসেন,জনি,রাসেদ,সাজিদ খান ,আরমান হোসেন,ফাহিম,ইমন।

জানা গেছে, গত ১২ এপ্রিল মিরসরাই স্পোর্টিং ক্লাব বনাম আবার ৭১ খেলার মধ্যদিয়ে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৬টি দল অংশ গ্রহণ করে।

এসময় বক্তারা বলেন,যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধূলার কোন বিকল্প নেই। এই খেলোয়াড়রা একদিন বাংলাদেশের হয়ে খেলবে এবং মিরসরাইয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আমরা আশা করবো দক্ষিণ আমবাড়িয়া যুব কল্যাণ সংঘ খেলাটা যেন প্রতি বছর চালু থাকে।
সবশেষে অতিথিরা বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

আরো খবর