
মিরসরাইয়ে বাংলাদেশ গ্রাম আাদালত সক্রিয়করণ প্রকল্পের দ্বি- মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা সন্মেলন কক্ষে দ্বি মাসিক এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও এভিসিবি ৩য় প্রকল্পের উপজেলা সমন্বয় জেসমিন আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, করেরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহি উদ্দিন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা, ও নারী প্রতিনিধিবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের মামলা গ্রহন ও নিষ্পত্তির বিষযে মনোযোগী হতে হবে।
মামলার নথিপত্র লিখা,ও রেজিস্ট্রার লিখার বিষয়ে প্রদর্শনী ও আলোচনা করেন এভিসিবি ৩য় প্রকল্পের উপজেলা সমন্বয় কারী জেসমিন আক্তার। এ সময় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় প্রকল্প উপস্থিত সকলের দক্ষতা অর্জনের লক্ষে বাড়ির কাছে গ্রাম আদালত শীর্ষক ভিডিও প্রদর্শনী শো দেখানো হয়।