মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোতা শেষে সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রস্তাবিত সভাপতি অধ্যক্ষ মো. নুর নবী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহজাহানের সভাপতিত্বে ও শিক্ষক মো. গিয়াস উদ্দিন এবং হামিদা আবেদীন পলির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইতকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক ফজলু, ইউনিয়ন জামায়াতের আমীর মফিজুল হক, বিশিষ্ট সমাজ সেবক মো. ছালাহ উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কাজী মনির বিদ্যালয়ের অভিবাবক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন লিটু চৌধুরী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা ইমতিয়াজ উদ্দিন ইরফান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কমল কান্তি ভৌমিক, সহকারি শিক্ষক হারুন অর রশীদ ফারুকী।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।