মিরসরাইয়ের ঐতিহ্যবাহী আবুতোরাব বাজারের আহবায়ক কমিটি গঠন

top Banner

চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী আবুতোরাব বাজার উন্নয়ন পরিচালনা কমিটির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে পুর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাজারের ব্যাবসায়ীদের উপস্থিতিতে ও সবার মতামতের ভিত্তিতে আগামী ৬ মাসের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়।

রোববার রাতে এক সাধারণ সভায় আবুতোরাব বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদীয়া রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী এম হেলাল উদ্দিনকে আহবায়ক ও ইমাম টেলিকমের স্বত্বাধিকারী ইমাম হোসেনকে সদস্য সচিব করে ৭ সদস্যের একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যরা হলেন- ব্যাবসায়ী ওসমান গনি, মো. আব্দুল্লাহ, মো. কাইয়ুম খান, ফিরোজ খান, বাসু বনিক। এসময় মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলাউদ্দিন ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল হোসেন রবি উপস্থিত ছিলেন। সভায় আহবায়ক কমিটিকে আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে একটি নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন দেয়ার নির্দেশনা দেয়া হয়।

আরো খবর