মানসিক ভারসাম্যহীন নারী ও শিশু কন্যাকে পরিবারের নিকট হস্তান্তর করলো জোরারগঞ্জ থানা পুলিশ

top Banner

। চলমান রিপোর্ট ।

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজার থেকে মানসিক ভারসাম্যহীন এক নারী ও তার শিশু কন্যাকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। উদ্ধারকৃত নারী প্রভা রানী (৪৫) সীতাকুন্ড উপজেলার ৮নং ইউনিয়নের ঘোড়ামারা এলাকার নেপাল দাসের স্ত্রী। তার মেয়ের নাম সুক্তা দাস (৮)।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সংবাদের প্রেক্ষিতে বারইয়ারহাট বাজার হতে একজন মানসিক ভারসাম্যহীন নারী ও তার এক শিশু কন্যাকে উদ্ধার করা হয়। মানসিক ভারসাম্যহীন নারী কোন নাম-পরিচয় দিতে না পারলেও তার শিশু কন্যাকে অত্যান্ত সু-কৌশলে জিজ্ঞাসাবাদ করে মানসিক ভারসাম্যহীন নারীর সম্ভাব্য ঠিকানা উদঘাটন করা হয়। মানসিক ভারসাম্যহীন নারীর পরিবারকে খুঁজে না পাওয়া পর্যন্ত খাওয়া-দাওয়া সহ মানসিক ভারসাম্যহীন প্রভা ও শিশু কন্যা সুক্তার আনুষাঙ্গিক খরচের ব্যবস্থা করি। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় মানসিক ভারসাম্যহীন প্রভা রানীর পরিবারের খোঁজ পেলে মিরসরাই উপজেলা সমাজসেবা অফিসারের উপস্থিতিতে রবিবার তার স্বামী নেপাল দাসের নিকট হস্তান্তর করা হয়। নেপাল দাস তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী ও অবুঝ শিশু কন্যাকে ফিরে পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন বলেও জানান তিনি।

আরো খবর