ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতে ঘরের মাঠে লিভাপুলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে রিয়াল মাদ্রিদের। বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হওয়ার কথা এই দুই দলের ম্যাচটি।
কিন্তু তার কয়েকঘণ্টা আগেই রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ। কোভিড-১৯ পজিটিভ ঘোষণা করা হয়েছে দলটির নির্ভরযোগ্য ডিফেন্ডার রাফায়েল ভারানেকে।
ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার আজ লিভারপুলের বিপক্ষে ছিলেন রক্ষণে রিয়ালের মূল ভরসা। কারণ, ইনজুরির কারণে এরই মধ্যে দল থেকে বাদ পড়েছেন মূল ডিফেন্ডার সার্জিও রামোস। এবার করোনার কারণে ভারানেও চলে গেলেন দলের বাইরে। সুতরাং, বিষয়টা কোচ জিদানের জন্য হয়ে এলো বিশাল এক ধাক্কা।