১১ নং মঘাদিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে মঘাদিয়া তৃণমূল বিএনপির ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) নগরীর কৈবল্যধামস্থ নবাববাড়ি রেস্তোরার হলরুমে এ ইফতার আয়োজন সম্পন্ন হয়।
মঘাদিয়া ইউনিয়নের বর্ষীয়ান বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মেশকাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান ১ নং সদস্য নুরুল আমিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান সদস্য আব্দুল আউয়াল চৌধুরী।
এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, বিশেষ বক্তার বক্তব্য রাখেন মিরসরাই পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহমেদ।
এছাড়াও ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফেরদৌস, আবুল কালাম, এডভোকেড এরফান, মোঃ আলাউদ্দিন, নাদিম চৌধুরী, মোহাম্মদ আলমগীর, যুবদল নেতা মোঃ রাসেল, আজাদ হায়দার চৌধুরী রাজিব, ছাত্রদল নেতা কাউসার উদ্দিন বাবু, মাঈন উদ্দিন টিপু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ কামাল, আলাউদ্দিন, আব্দুল্লাহ, ডা. সোলেমান, আলেয়া আক্তার, সালাউদ্দিন, মামুন, মোমিন, সবুজ সহ আরো অনেকেই।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১১ নং মঘাদিয়া ইউনিয়ন শাখার সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা আবুল কাশেম।
ইফতার মাহফিলের প্রধান আয়োজক সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান বিএনপি নেতা মোঃ আলমগীর বলেন, দেশের এ চরম ক্রান্তিলগ্নে দলীয় ঐক্যের কোন বিকল্প নেই। মঘাদিয়া বিএনপিকে ঐক্যবদ্ধ করতে আমাদের আজকের এ ক্ষুদ্র প্রয়াস। আমাদের এ ঐক্য যদি বজায় থাকে তাহলে এ সৈর সরকারের পতন ঘটাতে আমরা সক্ষম হবো।