
মিরসরাইয়ে ডাকাত আখ্যা দিয়ে রফিক উদ্দিন (৪৫) নামের এক বিএনপি নেতাকে পিটিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী এলাকার এসকিউ ক্যাবল ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। পরদিন সকালে ওই ফ্যাক্টরি থেকে রফিক উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় আরো ১০ জনকে।
নিহত রফিক উদ্দিন ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক।
বিএনপির এ নেতার নৃশংস হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে রবিবার (১ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল করে মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিটের যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই,’ ‘রফিক ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘ ‘খুনিদের বিচার চাইসহ নানা উত্তপ্ত স্লোগান দিতে দেখা যায়।
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, রফিক উদ্দিন বিএনপির দুর্দিনের নিবেদিত নেতা। তাকে আওয়ামী সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে ডাকাত আখ্যা দিয়ে হত্যা করেছে। আহত করেছে দলীয় অনেক নেতাকর্মীকেও। হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।
জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, অর্থনৈতিক অঞ্চলে একটি কারখানায় মারামারি ঘটনা শুনেছি। রফিক উদ্দিন নামে নিহত একজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।